স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরের সর্বত্র শান্তিপূর্ণভাবে হেফাজতে ইসলাম ও ইসলামী দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। তবে কোন ধরনের সংঘাত বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। পুলিশ ছিল সর্বোচ্চ সতর্ক অবস্থায়।
রোববার সকাল থেকে হেফাজতে ইসলাম ও ইসলামী দলগুলোর নেতাকর্মী এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা সদরের বাসস্টেশন ও মুক্তিযোদ্ধা চত্ত্বরসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। সকাল থেকেই রাস্তায় কোন যানবাহন চলাচল করেনি। তবে বিকাল ৪টার পর থেকে কিছু কিছু যানবাহন চলাচল করতে দেখা যায়। ঢাকা-সিলেট মহাসড়কে হেফাজতে ইসলাম ও ইসলামী দলগুলোর নেতাকর্মীরা জোহরের নামাজ আদায় করেন। এছাড়া মৌজপুর এলাকায় মাদ্রাসার ছাত্ররা রাস্তা দখল করে শুক্রবারে নিহতের আত্মার মাফফেরাত কামনায় কোরআন তেলাওয়াত করেন। হরতালের কারণে উপজেলার মনতলা বাজারের অধিকাংশ দোকান দুপুর পর্যন্ত বন্ধ ছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com