স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বিট পুলিশিং এর উদ্যোগে সামাজিক, পারিবারিক সহিংসতারোধ ও মাদক নির্মূলের লক্ষ্যে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) মহসিন আল মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম। এসআই মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জহর লাল সাহাজী, মোঃ ইকবাল হোসেন, মোঃ মাসুক মিয়া, শামিম মিয়া, কাউসার প্রমূখ। সভায় প্রধান অতিথি সহকারি পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) মহসিন আল মুরাদ সুন্দর ও পরিচ্ছন্ন মাধবপুর গড়ে তুলতে সামাজিক, পারিবারিক সহিংসতারোধ ও মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টির জন্য জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সকলের প্রতি আহবান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com