স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে পান খাওয়ার সময় গলায় সুপারি আটকে নুর মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নুর মিয়া ভাত খাওয়ার পর পান খাওয়ার সময় এক টুকরো সুপারি তার গলায় আটকে যায়। এতে তিনি অস্বস্তি বোধ করলে বাড়িতে প্রাথমিকভাবে গলা থেকে সুপারির টুকরো বের করার সবরকম চেষ্টা করা হয়। কিন্তু সুপারির টুকরো বের করা যায়নি। বরং তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ পরিস্থিতিতে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ আড়াইশ’ শয্যা জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায় এ তথ্য নিশ্চিত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com