নুর উদ্দিন সুমন ॥ চুনারুঘাটে জাল টাকাসহ কিশোরগঞ্জের তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই মো: আবুবকর খানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কালিনগর তেমুনিয়া থেকে সাড়ে ৭ হাজার টাকার জাল নোটসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ জেলার ফটিয়াদী উপজেলার পাচলীপাড়া গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে নাজির আহমেদ (৪৫), মৃত জামাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩৪) ও নিখলি থানার মজলিশপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আলআমিন (৩০)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় জাল টাকার কারবার করে আসছিলেন তারা। জাল টাকা হাতবদল হবে, এমন খবর পেয়ে পুলিশের একটি দল তাদের তল্লাশি করে ১ হাজার টাকার ৬টি নোট ও ৫শ’ টাকার ৩টি জাল নোট জব্দ করে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা বাজারে ছড়াচ্ছিল। তিনজনের নামে জাল টাকার মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com