স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন কোভিড-১৯ এর টিকা গ্রহন করেছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় দিনের প্রথম ব্যক্তি হিসেবে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি কোভিড-১৯ এর টিকা গ্রহন করেন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন বলেন, সাংবাদিকসহ সকলকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে আমি অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দিলাম। তিনি বলেন টিকা নেওয়ার পর আমার মাঝে কোন ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। তিনি সবাইকে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নেয়ার আহবান জানান।
বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ শামিমা আক্তার বলেন বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সসহ সারাদেশে এক যোগে কোভিড-১৯ এর টিকা দেওয়া হচ্ছে। সবাইকে দ্রুত টিকা গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com