
স্টাফ রিপোর্টার ॥ উদ্যোগ ফাউন্ডেশন (নরওয়ে-বাংলাদেশ যৌথ আত্মকর্মসংস্থান প্রকল্প) হবিগঞ্জ শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে ফিতা কেটে হবিগঞ্জ শহরের ঈদগাহ সংলগ্ন অফিস উদ্বোধন করেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান আউয়াল।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার হবিগঞ্জ জেলা কর্মকর্তা মোঃ জাকির হোসেন চৌধুরী, পোস্ট অফিস পরিদর্শক আল রাজিব, সদর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নুশরাত জাহান, প্রশিক্ষক পারভিন আক্তার চৌধুরী, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, সাংবাদিক এসকে সাগর, সৈয়দ সালেক, মোহাম্মদ কায়কোবাদ, জোনাকি আক্তার, চৌধুরী আফিফা জাহান সিদ্দিকা, কবিতা সরকার, সৈয়দ হেলাল, রুবেল মিয়া প্রমুখ। উল্লেখ্য যে এ ফাউন্ডেশনের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে ব্যাংক ঋণের ব্যবস্থা করে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হয়। অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করার জন্য জেলা সমন্বয়কারী সাংবাদিক কাজী সুজন অনুরোধ জানিয়েছেন।