স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১০ দিন পর অপহৃতাকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে কথিত অপহরণকারী ও তার সহযোগীরা আত্মগোপন করেছে।
অভিযোগে জানা যায়, গত ২০ জানুয়ারি উপজেলার যাত্রাপাশা গ্রামের আব্দুল জলিলের ষোড়শী কন্যা স্থানীয় বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নিখোঁজ হয়। এ বিষয়ে ২১ জানুয়ারি বানিয়াচং থানায় জিডি করা হয়। এদিকে ওই ছাত্রীর স্বজনরা জানতে পারেন একই গ্রামের নানু মিয়ার পুত্র উজ্জল মিয়া (২২) তাকে বিয়ের প্রলোভন দিয়ে চট্টগ্রাম নিয়ে যায় এবং সেখানে তারা বাসা ভাড়া নিয়ে গার্মেন্টসে চাকরি করে। গত ২৮ জানুয়ারি তাদের অভিভাবকরা চট্টগ্রাম গিয়ে সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি ধামাচাপা দিতে একদল কিছু লোক মরিয়া হয়ে উঠে। কিন্তু বিষয়টি সামাজিকভাবে সমাধান না হওয়ায় গতকাল বুধবার রাত ৮টায় ওই কিশোরী ধর্ষণের অভিযোগ এনে সদর হাসপাতালে ভর্তি হয়। ওই কিশোরীর পিতা জানান, তার মেয়েকে প্রলোভন দিয়ে চট্টগ্রাম নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। তিনি আরও জানান, বাড়ি এসে মুরুব্বীরা সমাধানের চেষ্টা করেন। কিন্তু তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। এদিকে ঘটনার পর থেকে উজ্জল ও তার বন্ধু একই এলাকার হারুন মিয়ার পুত্র ইমরান (১৯) পলাতক রয়েছে। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত দেব জানান, বিষয়টি নিয়ে অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com