মোহাম্মদ শাহ আলম ॥ হবিগঞ্জে ২১ কার্যদিবসে রেকর্ড পরিমাণ ১৩০টি মামলা নিষ্পত্তি করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ০১ আদালতের বিচারক সুদীপ্ত দাস। বিষয়টিকে বাংলাদেশের বিচার ব্যবস্থায় যুগান্তকারী মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলতি বছরে প্রথম মাসে ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৩০টি মামলার নিষ্পত্তি করতে গিয়ে ২১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সবগুলো মামলাই নিষ্পত্তি করেন বিচারক সুদীপ্ত দাস।
আদালত সূত্রে জানা যায়, এই বিপুল সংখ্যক নিষ্পত্তিকৃত মামলার মধ্যে দীর্ঘদিনের ঝুলে থাকা বেশ কয়েকটি মামলাও রয়েছে। এর মধ্যে ২০০২ সালের ৪টি, ২০০৩ সালের ১টি, ২০০৭ সালের ১টি, ২০০৯ সালের ১টি, ২০১০ সালের ১টি, ২০১১ সালের ৯টি, ২০১২ সালের ৯টি, ২০১৩ সালের ১২টি, ২০১৪ সালের ১৭টি, ২০১৫ সালের ৩৪টি, ২০১৬ সালের ৩০টি ২০১৭ সালের ২৯টি ২০১৮ সালের ৪৩টি ২০১৯ সালের ৪৫টি ২০২০ সালের ৩৩টি মামলা রয়েছে।
উল্লেখ্য, হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ০১ আদালতের বিচারক সুদীপ্ত দাস গত নভেম্বর মাসেও ২১৮টি মামলা নিষ্পত্তি করেন।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম জানান, হবিগঞ্জ জেলায় আদালত প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ২১ কার্যদিবসে কোন একক আদালতে এত বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তি হয়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com