নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার থানা সংলগ্ন পুলিশ চেকপোস্টে যাত্রীবাহী বাস তল্লাশী করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। সোমবার (১ ফেব্রুয়ারি) বিকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রবিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে বাস তল্লাসী করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- বাহুবল উপজেলার ভেড়াখাল গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র আব্দুল ছত্তার (৫৪) ও আজগর আলীর পুত্র রুহুল আমীন (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের শায়েস্তাগঞ্জ ট্রাফিক জোন অফিস সংলগ্ন পুলিশ চেকপোস্ট পয়েন্টে একটি অগ্রদূত বাসে তল্লাশী অভিযান পরিচালনা করা করে তাদের আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com