হবিগঞ্জে উপজেলা পরিষদ এসোসিয়েশনের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার ॥ ৫ দফা দাবিতে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। এ সময় সংগঠনের সভাপতি চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্করসহ জেলার সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব ও এখতিয়ার নিয়ে একাধিক পরিপত্র জারির পরও কতিপয় কর্মকর্তাদের নেতিবাচক মনোভাবে তা বিঘিœত হচ্ছে। তাঁরা জাতীয় সংসদে পাসকৃত আইনের যথাযথ বাস্তবায়ন ও চিহ্নিত প্রতিবন্ধকতা দূর করে জনপ্রতিনিধিদের নেতৃত্বে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করার দাবি জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com