স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পিটিআই সড়কের এক দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে।
গত শনিবার দিবাগত রাতে হবিগঞ্জ শহরের পিটিআই রোডের মেসার্স অপূর্ব ভেরাইটিজ স্টোরে চুরি সংঘটিত হয়। চোরেরা দোকানের সাটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মালামাল নিয়ে যায়। ওই দোকানের মালিক ঝন্টু দাশ জানান, ওই দিন রাতে দোকান বন্ধ করে বাসায় যান। সকালে এসে দেখেন দোকানের দরজা খোলা। খবর পেয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস হবিগঞ্জ এর সভাপতি মোঃ শামছুল হুদা ও সদর থানার এসআই রহিমসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর থানার ওসি জানান, চোরদের ধরতে অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com