স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে চুরির অভিযোগে আলমগীর (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে পুলিশ জানিয়েছে, আলমগীরের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা আছে। সে অলিপুর গ্রামের আছকির মিয়ার পুত্র। রবিবার বিকেলে শায়েস্তাগঞ্জ থানার এসআই জসিমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে ওসি অজয় দেব জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলছে। সে চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। যাচাই চলছে। পরে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com