স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফীস্থ রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসচ্ছল ছাত্রছাত্রীদের মাঝে শীতের কাপড় (জ্যাকেট) বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলামের উদ্যোগে জ্যাকেট বিতরণ করা হয়। রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা চৌধুরীর সভাপতিত্বে ও উত্তরণ সমাজ কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর সঞ্চালনায় শীতের কাপড় (জ্যাকেট) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, উত্তরণ সমাজ কল্যাণ সংসদের উপদেষ্টা ফয়সল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মনসুর উদ্দিন আহমেদ এমদাদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, শিক্ষিকা সাধনা চৌধুরী, মাহবুবা বেগম, সুমন রায়, রিপন আহমেদ, মিজু আহমেদ রতন, মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, ‘আমি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই অসচ্ছল মেবাধী ছাত্রছাত্রীদের প্রাধান্য দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় রামচরণ স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে জ্যাকেট বিতরণ করেছি। আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে’।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com