দখলবাজদের কারণে খালে ময়লা জমে দুর্গন্ধের সৃষ্টি
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। মরাগাং হিসেবে পরিচিত ব্রিজের নিচ দিয়ে যে খাল গেছে, সেই খালের পাশে দোকানগুলো গড়ে তোলার কারণে খাল দিয়ে পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। ফলে খালে ময়লা-আবর্জনাযুক্ত পানি জমে থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে মিরপুর বাজারে দুর্গন্ধে মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছেন। অভিযোগ রয়েছে দখলদাররা কিছু দোকানপাট দালান করে স্থায়ী দখল নিশ্চিত করেছে। জনস্বার্থে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানিয়েছেন ভূক্তভোগীরা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com