নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলের বিজয় নিশ্চিত করতে চায় হবিগঞ্জ জেলা যুবলীগ। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতীক বরাদ্দের পর থেকেই নৌকার পক্ষে তাঁরা কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় গত বুধবার সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে পৌরসভায় গণসংযোগ করেন তাঁরা।
গণসংযোগে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল, রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রেজাউল কবির রকি ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম বলেছেন, জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সারাদেশে যে উন্নয়ন যজ্ঞ চলছে; এই ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার বিকল্প নেই।
গণসংযোগকালে নবীগঞ্জ পৌরসভায় উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করার জন্য সকলের নিকট ভোট প্রার্থনা করেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com