স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কস্থ অলিপুর থেকে ২৫ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো শায়েস্তাগঞ্জ উপজেলার উলুহর গ্রামের মোঃ ফুল মিয়ার ছেলে মোঃ সজির মিয়া (৩৩) ও একই উপজেলার বিশাউড়া গ্রামের মৃত মারাজ মিয়ার ছেলে মোঃ বাচ্চু মিয়া (৩২)। ১৩ জানুয়ারি বিকেলে শায়েস্তাগঞ্জ থানার এসআই মোঃ মোখলেছুর রহমানসহ একদল পুলিশ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কস্থ অলিপুর থেকে উচাইলগামী পাকা রাস্তা হতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুজনকে আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব আটকের বিষয়টি নিশ্চিত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com