অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী সরকারি কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনী
স্টাফ রিপোর্টার ॥ মহামারি করোনা থেকে বাঁচতে বাংলাদেশ টিকা পেতে ভারতের সঙ্গে চুক্তি করেছে। ভারতের সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন চলতি মাসের ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে বাংলাদেশে আসবে। ভ্যাকসিন পাওয়ার পর তা কীভাবে প্রয়োগ করা হবে, কোন জেলায় কতো সংখ্যক মানুষকে এ ভ্যাকসিন দেওয়া হবে, তা নিয়ে কাজ করছে বাংলাদেশ।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দেশের কোনো বিভাগে কতজন টিকা পাবেন, তা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে টিকা বিতরণ পরিকল্পনাও করা হয়েছে। সেখানে দেখা গেছে, সিলেট বিভাগের চার জেলায় প্রাথমিকভাবে ১০ লাখ ৩২ হাজার টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড-১৯ ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন প্ল্যানে’ দেখা গেছে, হবিগঞ্জ জেলার জন্য প্রথম ধাপে ২ লাখ ১৭ হাজার ৫৩৮ ডোজ টিকা দেওয়া হবে। এছাড়া সিলেট জেলায় ৩ লাখ ৫৭ হাজার ৬১৯ ডোজ, সুনামগঞ্জে ২ লাখ ৫৭ হাজার ২ ডোজ, মৌলভীবাজারে ১ লাখ ৯৯ হাজার ৮৪২ ডোজ প্রাথমিকভাবে দেয়া হবে। জানা গেছে, জানুয়ারিতে টিকা এলেও তা প্রয়োগ করা হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে।
কারা পাবেন এই টিকা : হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান জানান, প্রথম এবং দ্বিতীয় ধাপে আসা টিকাগুলো সাধারণ মানুষের পাওয়ার সম্ভাবনা খুবই কম। ঢাকা থেকে আমাদের কাছে টিকা প্রদানের জন্য ১৫টি ক্যাটাগরি পাঠানো হয়েছে। এর মধ্যে এক নাম্বারে রয়েছেন সরকারি স্বাস্থ্যকর্মীরা। এরপর বেসরকারী স্বাস্থ্যকর্মী বা করোনার সাথে সংশ্লিষ্ট যারা। পরবর্তীতে সরকারি কর্মকর্তারা, আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা পাবেন।
তিনি বলেন, এ ব্যাপারে টিকা ডিস্ট্রিবিউশন জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি জেলা প্রশাসক, সদস্য সচিব সিভিল সার্জন এবং সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার। আগামী মঙ্গলবার ডিস্ট্রিবিউশন কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে টিকা বিতরণ সম্পর্কে সিদ্ধান্ত হবে। তবে প্রথম ধাপে টিকা প্রদানের যে ১৫টি ধাপ রয়েছে সেটিতে গণমাধ্যম কর্মীরাও রয়েছেন বলে জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com