আতাউর রহমান সেলিমকে নৌকা প্রতীক দিতে সুপারিশ করবে কেন্দ্রীয় যুবলীগ
আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে আওয়ামী লীগের মনোনয়ন দিতে সুপারিশ করবে কেন্দ্রীয় যুবলীগ। সেজন্য যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থীদের বিজয় নিশ্চিতে কাজ করতে হবে। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের আরডি হলে হবিগঞ্জ জেলা যুবলীগের কর্মীসভায় এসব কথা বলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল। তিনি আরও বলেন, যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে সততা এবং এবং আদর্শের ভিত্তিতে সংগঠনের সকল নির্দেশনা ও দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে যুবলীগের কোন নেতাকর্মীর নিস্ক্রিয়তা প্রতীয়মান অথবা নৌকার বিরোধীতা করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান পবন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খান খসরু।
জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ সভাপতি শওকত আকবর সোহেল, ফজলুর রহমান খান, আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, রেখাছ মিয়া, লুৎফুর রহমান চৌধুরী, ফারুক পাঠান, আব্দুল গাফফার মিলাদ, কেএম আনোয়ার, শাহ গুল আহমেদ কাজল, মমিনুর রহমান সজিব, হাবিবুর রহমান, সাব্বির আহমেদ রনি প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে কর্মীসভার সূচনা হয়। এরপর কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দকে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com