চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে গৃহবধূর শ্লীলতাহানি করেছে এক লম্পট। গত শনিবার দুপুরে চুনারুঘাট পৌর এলাকার দিমাগুরুন্ডা গ্রামের কাউসার মিয়ার স্ত্রী জিলন আক্তারের (২৫) শ্লীলতাহানি করে একই গ্রামের মোঃ আবু তাহের মিয়ার ছেলে জুলহাস মিয়া (২৫)। এ সময় জুলহাস মিয়া জিলনের ঘরে প্রবেশ করে ফ্রিজ, টেলিভিশন, শোকেস, আলমিরা ভাংচুর করে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতিসাধন করে। শোকেসের ড্রয়ার ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা ও একটি হিরো মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে কাউসার মিয়ার স্ত্রী জিলন আক্তার বাদী হয়ে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করলে চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গীর কবির তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন। অভিযোগ তুলে নিতে জিলন আক্তারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন জুলহাস মিয়া। গৃহবধূ জিলন আক্তার জানান, তিনি জুলহাসের ভয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com