স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবর্ষ উপলক্ষে “শত কবিতায় বঙ্গবন্ধু” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার বিকেলে হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে প্রধান অতিথি হিসেবে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। কাব্যগ্রন্থটি লেখেছেন স্কুল শিক্ষক সুভাষ আচার্য্য।
এসময় তিনি বলেন- বঙ্গবন্ধু আমাদের বাঙালিদের জন্য গড়েছেন বাংলাদেশ। যত দিন বাংলা ভাষা থাকবে, বাংলা সাহিত্য থাকবে, ততদিন বঙ্গবন্ধু আমাদের ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন। তরুণ প্রজন্ম যদি তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নেয়, তাহলে তারা ভাল মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। তিনি এ কবিতার বইটি হবিগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোন বঙ্গবন্ধু কর্নারে পৌঁছে দেয়ার জন্য গ্রন্থের লেখক সুভাষ আচার্য্যরে প্রতি আহবান জানান। প্রয়োজনে সবধরণের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ হবিগঞ্জের সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারশনের সহ সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, পিটিআই’র সুপারিনটেনডেন্ট রওশন আরা খাতুন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজিত পাল, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বাবুল চন্দ্র তালুকদার, দর্পণের উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার শ্যামল কান্তি দাশ, স্বপ্ন আক্তার, সিএম রায়হান উজ্জল, আবুল কাশেম শামীম, মোঃ আবু সফিুয়ান, শ্যামল দেব, দেবাশীষ দাশ, চন্দ্র শেখর দেব রিপন, সব্যসাচী রায়, জুনায়েদ তালুকদার, অমর চাঁদ দাস প্রমুখ। এছাড়া গ্রন্থটির লেখক সুভাষ আচার্য্য গতকাল দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকা অফিসে এসে পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম সুরুজ আলীকে গ্রন্থের একটি কপি উপহার দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com