স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের জয়নগর গ্রামের একটি ফিসারী থেকে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সুহেল মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের সানা মিয়ার পুত্র। গতকাল রবিবার সকালে তার বাড়ির পাশের ফিসারীতে তিনি বাতি লাগাতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
উল্লেখ্য, দুই মাস আগেও জয়নগর গ্রামে অন্য এক ফিসারী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। সদর থানার ওসি জানান, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com