স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী পাঠাগার। রবিবার হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টারস্থ বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী পাঠাগারে অধ্যাপক ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে এবং সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন অধ্যক্ষ নিখিল ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, সিরাজ মিয়া, মনসুর আলী, আব্দুর রফিক, সফিউল আলম, শেখ আব্দুল কাইয়ুম, ছিদ্দিক আলম, তৈয়ব খান, ইসহাক মিয়া, আব্দুর রব, তাহের মিয়া, জিয়াউল আহসান, নুরুল হক, গোলাম রাব্বানী, সার্জেন্ট আব্দুল আলী, হুমায়ুন কবির, মেজরমামুন উর রশিদ, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা রাজিয়া খাতুন, ছাবেদা বেগম প্রমূখ।
পরে ৪০ জন বীর মুক্তিযোদ্ধা, ৩ জন নারী মুক্তিযোদ্ধা, ৩ জন শহীদ পরিবারের সন্তানসহ ১১ শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক বই, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেয়া হয়।
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী জানান, আগামী ১৩ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী পাঠাগার এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এতে দেশবরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
তিনি বলেন, আমার বাবা কমান্ড্যান্ট মানিক চৌধুরী একজন ভাষাসংগ্রামী। তাই ভাষার মাসকে আমরা উদযাপন করব ভাবগাম্ভীর্য ও ফাগুন বরণের ঐতিহ্যের সাথে।