বড়ইউড়ি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র তানভির মিয়াকে (১৯) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার সন্ধ্যারাতে তাকে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বড়ইউড়ি গ্রামের মমতাজ মিয়ার সাথে জমিজমা নিয়ে মোহাম্মদ আলীর বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে মোহাম্মদ আলী বিভিন্ন সময় মমতাজ মিয়ার উপর নির্যাতন চালায়। এরই অংশ হিসেবে কিছুদিন পূর্বে মমতাজ মিয়াকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় মোহাম্মদ আলী ও তার লোকজন। পরে তাকে আটকে রেখে অমানসিক মারপিট করে ভিডিওতে ধারণ করা হয়। সেই ভিডিওচিত্র মমতাজ মিয়ার বিদেশে থাকা স্বজনদের কাছে পাঠায় মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী হুশিয়ারী দিয়ে বলে- ভবিষ্যতে যদি মমতাজ মিয়া তার অবাধ্য হয় তাহলে পরিণাম অশুভ হবে। এরকম পরিস্থিতিতে গতকাল শনিবার সকালে মোহাম্মদ আলী ও মমতাজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ থেমে গেলেও মোহাম্মদ আলীর ক্রোধ থামেনি। সন্ধ্যারাতে মমতাজ মিয়ার ছেলে বৃন্দাবন কলেজ ছাত্র তানভির মিয়াকে বাড়ির পাশর্^বর্তী পুকুর পাড়ে একা পেয়ে তাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ তানভিরের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম দৈনিক হবিগঞ্জের মুখকে জানান, সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও এর জের ধরে সন্ধ্যারাতে তানভিরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com