মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে বড়ধলিয়া গ্রামে পানি চলাচলের খাল ভরাট না করতে কৃষকরা উপজেলা ভূমি অফিসে আবেদন করেছেন। সম্প্রতি বড়ধলিয়া গ্রামের অর্ধশতাধিক কৃষক ও জনপ্রতিনিধি মাধবপুর উপজেলা ভূমি অফিসে এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়- বড়ধলিয়া গ্রামে উত্তর দিকে ২শ’ একর জমিতে কৃষকরা বিভিন্ন সবজি উৎপাদন করে থাকেন। বর্ষা মৌসুমে ওই এলাকার জমির পানি একটি খাল দিলে প্রবাহিত হয়। সম্প্রতি ওই খালটি ভরাট করার কথা শুনে কৃষকদের মাঝে উদ্বেগ দেখা দেয়। কৃষকদের দাবি খালটি ভরাট করা হলে বর্ষা মৌসুুমে কৃষকের উৎপাদিত সবজি খেত জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, খালটি বন্ধ করা হলে এলাকার কৃষকদের অপুরণীয় ক্ষতি হবে। তাই উপজেলা প্রশাসনকে নিয়ে আমরা সরেজমিনে খালটি পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসন আশ^স্ত করেছেন কৃষকদের স্বার্থ বিবেচনায় খালটি ভরাট করা হবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com