স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইঠাখোলা সাহেব বাড়ির কাছে আলহাজ্ব ইয়ামিন ফয়সল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পাঠদান শুরু হয়েছে। শুক্রবার দুপুরে নতুন শিক্ষার্থীদের বরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল এর নিজস্ব অর্থায়নে তিন তলার এ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য যে ইতিপূর্বে তিনি সৈয়দ সঈদউদ্দিন স্কুল এন্ড কলেজ, সৈয়দ মোঃ ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৎকালিন সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রী কলেজ বর্তমানে মাওলানা আসাদ আলী ডিগ্রী কলেজ, ইটাখোলা সিনিয়র দাখিল মাদ্রাসাসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com