স্বাধীনতার পর জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় বানিয়াচং ও আজমিরীগঞ্জের সর্বোচ্চ উন্নয়ন করেছি
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত করায় হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খানকে বিশাল গণসংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটি উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে এ সংধর্বনা দেয়া হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাসুক আনছারীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক তাবেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ শামীম, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তজম্মুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, মাখন পাল, ইদ্রিছ মিয়া, এইচ এম জাহির, কাজী মুক্তার হোসেন, হাবিবুর রহমান মনু মিয়া, আব্দুর রউফ, কামরুজ্জামান আনছারী, প্রধান শিক্ষক আহসান হাবিব মানিক, আব্দুল হেকিম ফুল মিয়া, ইউপি সদস্য আলাউদ্দিন, ইউপি সদস্য জাহির মিয়া, ইউপি সদস্য কাজী জানে আলম, সাবেক মেম্বার মোতাহের, সাবেক মেম্বার সবুর মিয়া, সাবেক মেম্বার আব্দুর রহমান আনছারী, নূরুল ইসলাম, নুরুল হুদা, ফারুক হোসেন বেলু, টিপু সুলতান চৌধুরী, বাবুল চৌধুরী, তাহির মিয়া, সোহেল মেম্বার, আব্দুর রউফ মেম্বার, সাবেক মেম্বার আব্দুল আউয়াল, আফজাল আনছারী, কাজী জাহাঙ্গীর আনছারী, কাজী আক্তারুজ্জামান, ম্যানেজিং সদস্য ফিরোজ মিয়া, সফিক মিয়া, কাজল চৌধুরী, আহাদ মিয়া, শিক্ষানুরাগী সদস্য লিটন তালুকদার, আব্দুল মালেক, আব্দুল মিয়া, তোফাজ্জুল তালুকদার, শিরিষ আলী, জিএম কাদের, মামুন মিয়া, ইকবাল খন্দকার, শেখ কবির মিয়া, নুর উদ্দিন সাগর। মানবপত্র পাঠ করেন স্কুলে ছাত্রী আকলিমা আক্তার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক ইসমাইল হোসেন। গীতাপাঠ করেন শিক্ষক জাগ্রত মোহন দেবনাথ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন- আমি এমপি নির্বাচিত হয়ে স্বাধীনতার পর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় বানিয়াচং-আজমিরীগঞ্জের সর্বোচ্চ উন্নয়ন করেছি। এলাকার উন্নয়নের বিষয় নিয়ে আমার কাছে তদবির করতে হয় না। আমি নিজের তাগিদে এলাকার উন্নয়ন করে যাচ্ছি। স্বাধীনতার পর উত্তর সাঙ্গর গ্রামেও সর্বোচ্চ উন্নয়ন করেছি। রাস্তাঘাট নির্মাণসহ উত্তর সাঙ্গর গ্রামে বিদ্যুতের আলো পৌছে দিয়েছি। উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়কে শুধু এমপিও ভুক্ত করিনি, বিদ্যালয়ের ব্লিডিং নির্মাণ করেছি। এছাড়াও উত্তর সাঙ্গরে প্রাইমারী স্কুলের ব্লিডিং নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন করেছি। এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাত আরো শক্তিশালী করতে হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com