কাজী মাহমুদুল হক সুজন ॥ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত প্রায় দেড়টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, মাসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ১ম জানাজা নামাজ শনিবার সকাল সাড়ে ৯টায় সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে অংশ নেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, আওয়ামী লীগ নেতা আব্দাদুর রহমান আব্দাল, সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ মিয়া, সাংবাদিক কাজী সুজন সহ হাজারো মুসল্লী। পরে মরহুমের লাশ গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক ঃ শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সরকার মোঃ শহীদ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com