স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনের আগের রাত থেকে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক মোটর সাইকেল আটক করেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নিষেধ করা হয় নির্বাচনের আগের দিন ২৭ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় মোটর সাইকেল চলাচল নিষেধ। কিন্তু এ আদেশ উপেক্ষা করে বিভিন্ন প্রার্থীর এজেন্টসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মোটর সাইকেল চালানোর কারণে আইন শৃঙ্খলা বাহিনী পুরান বাজার, রেল গেইট, রেল স্টেশন, ড্রাইভার বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মোটর সাইকেল আটক করে। বর্তমানে এসব মোটর সাইকেল পুলিশ হেফাজতে আছে। এ বিষয়ে ওসি অজয় চন্দ্র দেব জানান, আটক মোটর সাইকেলগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com