স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুরে তামান্না আক্তার (২০) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামে বিয়ে হয় তামান্না আক্তারের। বিয়ের পর স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য চলছিল। গতকাল সকালে তামান্না ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামীর বাড়ির লোকজন তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে যাবার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এসআই ইকবাল হোসেন লাশের সুরতহাল তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ওসি (তদন্ত) আবু হানিফ জানান, কি কারণে তামান্নার মৃত্যু হয়েছে এ নিয়ে তদন্ত চলছে। তবে তার স্বামীর বাড়ির লোকজন জানিয়েছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com