স্টাফ রিপোর্টার ॥ জাঁকজমকপূর্ণ পরিবেশে হবিগঞ্জের নবীগঞ্জের করগাঁও গ্রামে নক আউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ হাকিম ফাউন্ডেশনের ইউএসএ পরিচালক জমশেদ আলী। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান রোকন হাকিম। বিশেষ অতিথি ছিলেন করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছাইম উদ্দিন। শেখ নাসিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুনু মিয়া, শেখ ইছাক মিয়া, আব্দুর রউফ চৌধুরী, ইউপি সদস্য সাইদুর রহমান, মাহমুদ চৌধুরী, আব্দুল খালিক, মোহাম্মদ কুদ্দুছ, রুহুল আমিন, আব্দুল কাইয়ূম চৌধুরী, জুয়েল চৌধুরী, জুবায়ের রাখি, নোমান চৌধুরী, মিলন মিয়া, দিলাল মিয়া, আব্দুল কাছ, হাজী তাহের মিয়া, আতাউর রহমান, জাকির মিয়া, সবুজ চৌধুরী, মুহিবুর রহমান চৌধুরী প্রমূখ। সভায় বক্তারা বলেন- রোকন হাকিম প্রবাসে থেকে এলাকার যুবকদের উদ্বুদ্ধ করতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন। তিনি শুধু ক্রিকেট টুর্নামেন্টই নয়, করোনাকালে এলাকার দরিদ্র অসহায় লোকজনদের সহযোগিতা অব্যাহত রেখেছেন। এ জন্য তারা রোকন হাকিমকে অভিনন্দন জানান। ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্যকালে টুর্নামেন্টের উদ্যোক্তা হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান রোকন হাকিম বলেন- এলাকার উন্নয়নের আজীবন কাজ করে যাবেন। এলাকার যুবকদের উৎসাহিত করতে ভবিষ্যতে আরো বড় ধরণের টুর্নামেন্টের আয়োজন করবেন। তবে যুবকদের দেশের কল্যাণে এগিয়ে আসতে হবে। ভালো পথে চলতে হবে।
উদ্বোধনী টুর্নামেন্টে রেড ড্রাগন আব্দা ক্রিকেট ক্লাব বনাম কাজীর বাজার রেনডম ক্রিকেট ক্লাব অংশ নেয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাহবুব মামুন ও জুয়েল চৌধুরী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com