স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী অসুস্থ হয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, গত ৫দিন পূর্বে তার শারীরিক সমস্যা দেখা দেয়। দ্রুত তাকে ঢাকা আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একদিন চিকিৎসা নেয়ার পর পরদিন সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে আইসিইউতে রয়েছেন। তার অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বলে জানান তিনি।
শঙ্খ শুভ্র রায় আরও জানান, শফিকুর রহমান চৌধুরীর লাঞ্চ ও হার্টের সমস্যাসহ আরও বেশ কিছু সমস্যা রয়েছে। তিনি শফিকুর রহমান চৌধুরীর রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া/আশির্বাদ কামনা করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com