স্টাফ রিপোর্টার ॥ এক সপ্তাহ ধরে অজ্ঞাত এক কিশোরীকে নিয়ে সদর থানা পুলিশ পড়েছে বিপাকে। ওই কিশোরী তার নাম পরিচয় কিছুই বলতে পারছে না। শুধু অসংলগ্ন আচরণ করে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুক আলী জানান, মেয়েটি অপরিচিত। আধুনিক সদর হাসপাতাল হবিগঞ্জ এর সামনের রোডে ঘোরাফেরা করাকালে সাধারণ মানুষের নজরে পড়ে। খবর আসে অফিসার ইনচার্জ এর মোবাইল নাম্বারে। থানার কিলো-১ অফিসার মেয়েটিকে উদ্দেশ্য বিহীন অবস্থায় ঘোরাফেরা করাকালে তার নাম জিজ্ঞাসা করলে শিল্পী বেগম বলে জানায়। বয়স অনুমান ১৪ বছর। কথা বলতে পারে তবে মা-বাবার নাম বলতে পারে না। কথা বলতে বলতে হাসে। বাড়ি কোথায় বললে শুধু লাখাই বলে। তার কথাবার্তা ও চালচলনে মানসিক প্রতিবন্ধী বলে প্রতীয়মান হয়। নারী পুলিশের তত্ত্বাবধানে মেয়েটি হবিগঞ্জ সদর মডেল থানায় আছে। উক্ত মেয়ের কোন ঠিকানা বা অভিভাবক/আত্মীয়-স্বজন এর সন্ধান পেলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো। অফিসার ইনচার্জ, হবিগঞ্জ সদর মডেল থানা মোবাইল ০১৩২০১১৮৭৭৯, ডিউটি অফিসার মোবাইল ০১৩২০১১৮৭৮৪।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com