নবীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে এমপি মিলাদ গাজী
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি বানানোর জন্যই ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী এদেশের সকল সেক্টরের বুদ্ধিজীবীদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল। স্বাধীনতা পরবর্তী বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে এগিয়েছিলেন। কিন্তু খন্দকার মোশতাক বাহিনী তা করতে দেয়নি। বঙ্গবন্ধুর উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন বিশে^ উন্নয়নের রোলমডেল। এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি নবীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিনের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আসাদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন।