স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরের বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুর রশিদ হত্যা মামলার প্রধান আসামী লুৎফুর রহমান নানুসহ ২০ আসামী এখন হবিগঞ্জ জেলা কারাগারে। গতকাল সোমবার ১৯ আসামী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। কারাগারে প্রেরণকৃত আসামীরা হলেন- মামলার প্রধান আসামী উমেদনগর আলগা বাড়ির লুৎফুর রহমান নানু, তার ছেলে কামাল মিয়া, আমিনুল ইসলাম, ময়নুল ইসলাম, তানভীর মিয়া, সাব্বির মিয়া, মোশাহিদ মিয়া, মোক্তার হোসেন, ফরহাদ মিয়া, তৈয়ব আলী, ফয়সল, ইমন মিয়া, মোহন মিয়া, রায়হান মিয়া, ছামাদ মিয়া, রুমমান মিয়া, সায়েম মিয়া, খলিল মিয়া, তামিম হোসেন। এর আগে রবিবার রাতে মামলার অন্যতম আসামী সেতু মিয়াকে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার করে। গতকাল মামলার প্রধান আসামী লুৎফুর রহমান নানুসহ ১৯ আসামী হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে আত্মসমর্পণ করে। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামীদের জামিন নামঞ্জুর করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর দুপুরে শহরের নতুন খোয়াই মুখ এলাকায় টমটম স্ট্যান্ড দখল করাকে কেন্দ্র করে উমেদনগর পূর্ব এলাকার শেখ আব্দুল মতিন গংদের সাথে আলগা বাড়ির মুক্তার হোসেন গংদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুল মতিনের ভাই ব্যবসায়ী শেখ আব্দুর রশিদ নিহত হন। এ ঘটনায় ৩৬জনকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই শেখ মখলিছ মিয়া। নিহত শেখ আব্দুর রশিদ বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোঃ আব্দুল হান্নানের বড় ভাই।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com