দেশ স্বাধীন হয়েছে অর্ধশতাব্দী পূর্ণ হতে চলল, অথচ স্বাধীনতার প্রাক্কালে বুদ্ধিজীবীদেরকে যারা নির্মমভাবে হত্যা করেছিল, তাদের সকলের বিচার কার্যকর হয়নি আজও। তাদের ঘৃণ্য তৎপরতা বাংলাদেশে এখনও চলছে। তাই পাকিস্তানিদের দোসর সাম্প্রদায়িক শক্তির মূলোৎপাটন ঘটাতে হবে।
হবিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ‘প্রাকৃতজন’ আয়োজিত আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। গতকাল সোমবার ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় স্থানীয় টাউন হল প্রাঙ্গনে আলোক প্রজ্জ্বলন চলাকালে ‘প্রাকৃতজন’ সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পিযূষ চক্রবর্তী, সহ-সভাপতি হুমায়ুন খান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুপ কুমার দেব, অ্যাডভোকেট বিজন বিহারী দাস, কবি অমিতাংশু টুটুল, পরিবেশ ও সংস্কৃতিকর্মী আছমা খানম, সাহিত্যকর্মী সিদ্দিকী হারুন, পরিবেশকর্মী ডা: আলী আহসান চৌধুরী, পৌর কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, তারেক খান, ওসমান গণি রুমি, আমাদের গল্পকথার প্রধান সমন্বয়কারী মনসুর আহম্মেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com