মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার ধর্মঘর ক্যাম্পের টহল কমান্ডার নায়েক রকিবুল ইসলাম এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর জয়নগর গ্রামের জুগী বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবা সহ এক চোরকারবারিকে আটক করে। আটককৃত চোরাকারবারি হল মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের জয়নগর গ্রামের মোঃ কেলু মিয়ার ছেলে মোঃ আনু মিয়া (৩৫)।
হবিগঞ্জ ব্যাটালিয়নের ধর্মঘর ক্যাম্পের সুবেদার আবু বক্কর এ তথ্য নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com