স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসী হবিগঞ্জবাসীদের উদ্যোগে গঠিত প্রগতিশীল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদ্যতা’র উদ্যোগে হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল কনফারেন্স রুমে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন ওসমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, বিশিষ্ট সমাজসেবিকা কবি তাহমিনা বেগম গিনি।
বক্তব্য রাখেন জেলা ডায়াবেটিক সমিতির সদস্য সফিকুল বারী আওয়াল, ইঞ্জিনিয়ার ফনি ভূষন, ফরিদ উদ্দিন আহমেদ, রোটারিয়ান সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, অনুপ কুমার দেব মনা, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, ব্যবসায়ী আজহারুল ইসলাম উজ্জল, জামাল উদ্দিন, লুৎফুর রহমান, কামরুল খান, হৃদ্যতার প্রতিনিধি বিমান ভূষন ধর ও বেলায়েত হোসেন সেলিম প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, প্রবাসে থেকেও হবিগঞ্জের মানুষ নিজের মাতৃভূমি ও জন্মস্থানকে ভুলতে পারেন না। স্বদেশের মানুষকে সহযোগিতার উদ্দেশ্যে প্রবাসীরা আর্ত-সামাজিক অবস্থার উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রবাসীদের সংগঠন হৃদ্যতা হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে হুইল চেয়ার প্রদান করেছে। হৃদ্যতা’র এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে উদ্যোক্তা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী হবিগঞ্জের মোঃ হাবিবুর রহমান শাহীন, এনামুল হক চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী শাহিন ও যুক্তরাষ্ট্র প্রবাসী মীর আবুল বাশার সোহেল, মোঃ বদরুল আলম শাহিন ও সফিক মিয়ার উদ্যোগে সামাজিক সংগঠন হৃদ্যতা’র আত্মপ্রকাশ ঘটে। এ সংগঠনটি চলতি ডিসেম্বর মাসে হবিগঞ্জে তাদের আরও মানবিক কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ নিয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com