সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বামৈ বাজারে মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা।
বামৈ বাজারের রাস্তায় মালামাল রেখে ফুটপাত দখল, স্বাস্থ্য বিধি লঙ্ঘন এবং লাইসেন্স, ফিটনেস, হেলমেট বিহীন মোটরযান চালনাকারী ৫ জনকে বিভিন্ন আইনে ১ হাজার ১ শত টাকা অর্থদন্ড এবং সবাইকে সতর্ক করে দেওয়া হয়। আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন লাখাই থানা পুলিশ।
লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা জানান, ৩টি মামলায় ১ হাজার ১ শত টাকা অর্থদন্ড করা হয়েছে এবং সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সবাইকে হুশিয়ারি করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com