স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘরে অসাবধানতাবশত অটোরিকশা চাপায় সায়েবা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল উপজেলার ধর্মঘর ইউনিয়নের বড়তলী মোহনপুর যাওয়ার রাস্তার কালিকাপুর আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কালিকাপুর গ্রামের মোঃ মামুন মিয়ার দ্বিতীয় সন্তান মোছাঃ সায়েবা আক্তার সোমবার বিকেলে দৌঁড়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি অটোরিকশার নিচে চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে ধর্মঘর বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি জানান, শিশু সায়েবা আক্তার মারা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ৭০ হাজার টাকায় রফাদফা করে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শিশু সায়েবা আক্তারের লাশ দাফন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com