স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাধন হিজড়া সংঘের উদ্যোগে এইচআইভি/এইডস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জল। হবিগঞ্জের সমাজসেবা উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং হবিগঞ্জ সাব-ডিআইসি’র ইনচার্জ মোঃ আমির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রোগ্রাম স্পেশালিস্ট আবু সামা মোঃ আল ইমরান ও বাধন হিজড়া সংঘের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল হাসান। সভায় বক্তাগণ বলেন- “এইচআইভি/এইডস প্রতিরোধ করতে হলে প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। নিজে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে সকলের অংশগ্রহনে সামাজিক আন্দোলন গড়তে হবে। হিজড়া জনগোষ্ঠিকে শিক্ষিত করে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া আরো উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, ইমাম, এনজিও কর্মী, হিজড়া প্রতিনিধি ও সিভিল সোসাইটির সদস্যবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com