স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র করোনা পরীক্ষার ফলোআপ রিপোর্ট নেগেটিভ আসায় মহান আল্লাহ’র প্রতি শুকরিয়া জ্ঞাপন করে জেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব হবিগঞ্জ পৌর টাউন হলে মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি।
পরে এমপি আবু জাহির এর করোনা পরীক্ষার প্রথম ফলোআপ রিপোর্ট নেগেটিভ আসায় মহান আল্লাহ’র নিকট শুকরিয়া জ্ঞাপন করে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফী।
এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান তালুকদার, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর উদ্দিন বুলবুল, মশিউর রহমান শামীম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, সাবেক উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সাবেক সদস্য অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট রুকন উদ্দিন তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী প্রমুখ। দোয়া ও মিলাদ শেষে তাবারুক বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com