স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে এক যুবক ও যুবতী বিষাক্রান্ত অবস্থায় যন্ত্রণায় ছটফট করছে। তারা হলো, বাহুবল উপজেলার বানিয়াগাঁও গ্রামের মাহফুজ মিয়ার পুত্র রোমান মিয়া (১৬) ও লাখাইর পাশর্^বর্তী নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের সুমন মিয়ার স্ত্রী তানিয়া (১৯)।
গতকাল শুক্রবার সকালে রোমান মিয়া পারিবারিক কলহের জের ধরে বিষপান করে। অপরদিকে তানিয়া তার স্বামীর সাথে অভিমান করে বিষপান করে। পরিবারের লোকজন উভয়কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক জানান, তাদের অবস্থা সংকটাপন্ন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com