মোহাম্মদ শাহ আলম ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইলে পাঁচ সন্তানের মা ফাতেমা আক্তার (৩৩) একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সিজার ছাড়াই তিনি সন্তানদের জন্ম দেন। তিন সন্তানের মধ্যে এক ছেলে ও দুই মেয়ে। এখন তার সন্তান-সন্তুতির সংখ্যা দাঁড়ালো ৮ জনে।
ফাতেমা আক্তার পইল ইউনিয়নের বারা পইত গ্রামের দিনমজুর মুখলেছ মিয়ার স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ওই নবজাতকদের দেখতে পরিবার কল্যাণ কেন্দ্রে ভিড় জমান। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা নুরজাহান বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ও তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো আছে। ফাতেমার কিছু রক্ত শূন্যতা দেখা দিয়েছে তাই তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবজাতক তিনটির বাবা মুখলেছ বলেন- ফাতেমার প্রসব ব্যথা উঠলে গ্রামের লোকজনের সহযোগিতায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে নিয়ে গেলে স্বাভাবিকভাবে বাচ্চা জন্মগ্রহণ করে। বর্তমানে আমার আট বাচ্চা, তাদের মধ্যে তিন মেয়ে ও পাঁচ ছেলে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com