আটক ২৭ হাজার আতশবাজি শায়েস্তাগঞ্জ শুল্ক গুদামে জমা দিয়েছে বিজিবি
নুর উদ্দিন সুমন ॥ মাধবপুর উপজেলার মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা এবং সীমান্ত শূন্য লাইন হতে ১২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ৪নং ওয়ার্ড পশ্চিম মাধবপুর পৌর এলাকা থেকে ২৭ হাজার প্যাকেট ভারতীয় বিভিন্ন প্রকার আতশবাজি আটক করা হয়েছে। বুধবার সকাল ৮টায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারান এর নেতৃত্বে হবিগঞ্জ ৫৫ বিজিবির সহকারী পরিচালক মোঃ নাসির উদ্দিন চৌধুরী ও মাধবপুর থানার এএসআই হারুন-অর-রশিদসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার প্যাকেট ভারতীয় বিভিন্ন প্রকার আতশবাজি আটক করেন। আটককৃত ভারতীয় আতশবাজির মূল্য ১১ লাখ সত্তর হাজার টাকা বলে জানায় বিজিবি। অভিযান টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। হবিগঞ্জ বিজিবি ৫৫ ব্যাটালিয়নের লেঃ কর্ণেল এস.এন.এম সামীউন্নবী চৌধুরী জানান, সীমান্তে চোরাকারবারীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। আটক ভারতীয় আতশবাজি বিজিবির তত্ত্বাবধানে শায়েস্তাগঞ্জ শুল্ক গুদামে জমা করা হয়েছে।