বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের দ্বিগাম্বর বাজারে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে মার্কেট নির্মাণ করে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে। ঢাকা-সিলেট মহাসড়কের দ্বিগাম্বর বাজার থেকে পূর্ব দিকে হাজী মাদাম, মধ্য ভবানীপুর ও দক্ষিণ ভবানী (আব্দানারায়ন) সহ কয়েকটি গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে হাজী মাদাম গ্রামের কাজল দেব ও সুদির দেবনাথ গং মার্কেট নির্মাণ করে রাস্তার উপরে ছাদ ঢালাইয়ের প্রস্ততি নিলে উল্লেখিত ৩/৪ গ্রামের মুরুব্বিগণ রাস্তার উপর ছাদ ঢালাইয়ে আপত্তি জানান। কিন্তু তারা কোনো আপত্তি না মেনে পুরোদমে চালিয়ে যায় তাদের মার্কেট নির্মাণ কাজ। এ বিষয় নিয়ে এই ৩/৪ গ্রামের জনসাধারণের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় দাঙ্গা হাঙ্গামার আশঙ্কা দেখে গতকাল বুধবার উল্লেখিত গ্রামের পক্ষে মোঃ হাবিবুর রহমান বিলাত, শেখ মোঃ বজলুর রহমান, মোঃ ছালেক মিয়া ও মোঃ নূর ইসলাম এর প্রতিকার চেয়ে ও ছাদ ঢালাই কাজ বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১২ জুন তৎকালীন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ও তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন উল্লেখিত গ্রামের মুরুব্বিদের নিয়ে বৈঠক করে এখানে হিন্দুদের শ্মশানের জায়গা হিন্দু সম্প্রদায়ের হাতে সমজিয়ে জনসাধারণের চলাচলের প্রাচীন এ রাস্তাটি উন্মুক্ত রাখার নির্দেশ প্রদান করেন। কিন্তু তারা এ নির্দেশের তোয়াক্কা না করে রাস্তা বন্ধ করে মার্কেটের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেয়ায় এলাকায় উত্তজনা বিরাজ করছে। যে কোনো সময় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com