স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ২২ পিস ইয়াবাসহ সুমন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। সে ওই উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের আছকির মিয়ার ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত সুমন মিয়া জেলার বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ সুরাবই গ্রামের আছকির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com