মঈন উদ্দিন আহমেদ ॥ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আগামী বৃহস্পতিবার হবিগঞ্জ সফরে আসছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তিনি ঢাকার বেইলী রোডস্থ মিনিস্টার্স এ্যাপার্টমেন্ট হতে সড়ক পথে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টা ৪৫ মিনিটে হবিগঞ্জ সার্কিট হাউজে উপস্থিত সুধিজন ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন। বেলা ১টায় মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সংস্কার কাজ পরিদর্শন এবং জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন। পরে হবিগঞ্জ সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে শুক্রবার সকাল ৮টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। উক্ত সফরে প্রতিমন্ত্রীর স্ত্রী ড. সোহেলা আক্তার এবং জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) ফয়সল হাসান তাঁর সফরসঙ্গী হবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com