সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ এবং ধর্ষণের জন্য গড়ে ওঠা পরিবেশ নিয়ন্ত্রণের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ॥ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ হওয়াসহ ধর্ষণের জন্য গড়ে ওঠা পরিবেশ নিয়ন্ত্রণের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বৃষ্টির মধ্যে হবিগঞ্জ ঢাউন হল প্রাঙ্গণে সচেতন হবিগঞ্জবাসী ও হবিগঞ্জ আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জ এর ব্যানারে মানববন্ধন করে শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। পাশাপাশি ধর্ষণ রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্ষক যেনো কোনভাবেই আইনের মারপ্যাচে বেঁচে যেতে না পারে সেজন্য আইন-শৃংখলা বাহিনীকে সঠিক ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়।
মানববন্ধনে অংশ নেন হবিগঞ্জ আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক তারেক আহমেদ সৌরভ, সাবেক সভাপতি খাইরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল আমিন, সহ-সভাপতি মুবিন চৌধুরী, সহ-সভাপতি সাদমান সাকিব ইফতি, সহ-সাধারণ সম্পাদক শেখ আজহার রাফি, সহ-সাধারণ সম্পাদক মেহেদুল হাসান, সংগঠনিক সম্পাদক রোমান মাহমুদ সামি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তারিখ রহমান মাহির, দপ্তর-সম্পাদক রাতুল সেন কপিলসহ সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে উপস্থিত ছিলেন আমাদের অঙ্গীকার এর সভাপতি শাওন আল হাসান, সংস্কৃতিকর্মী শেখ ওসমান গনি রুমি, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক জুবেদ আহমেদ সবুজ, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক খান মোহাম্মদ সাগর, আলফাজ আহমেদ ছোটন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহ নাইম প্রমূখ।