স্বপন বণিক ॥ আজমিরীগঞ্জের জলসুখা বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৪র্থ শ্রেণীর ছাত্রসহ ২ জন নিহত হয়েছে। গতকাল বেলা ২টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- জলসুখা-ইছবপুর গ্রামের নুর মোহাম্মদের পুত্র মজমিল মিয়া (৪৫) ও একই গ্রামের সেবুল মিয়ার ছেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র শুভরাজ মিয়া (১২)।
পুলিশ সূত্র জানায়, জলসুখা-ইছবপুর গ্রামের মজমিল মিয়াসহ এলাকার লোকজন জলসুখা বাজারের পাশে বিলে মাছ শিকার করছিলেন। এ সময় শুভও তার পরিবারের সদস্যদের সাথে মাছ ধরতে গিয়েছিল। এ সময় হঠাৎ করে বৃষ্টির সাথে বজ্রপাত হলে তারা বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হন। পরে তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসআই জয়ন্ত কুমার তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com