স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুম দালালদের আখড়ায় পরিণত হয়েছে। এক শ্রেণির দালালরা কাগজপত্র তুলে দেয়ার নাম করে লোকজনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। ভুক্তভোগীরা জানান, জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন জমি সংক্রান্ত কাজে এলে দালালদের খপ্পরে পড়েন। বিষয়টি হবিগঞ্জ জেলা প্রশাসকের নজরে এলে তিনি নিজে রেকর্ড রুমে অভিযান চালান। গতকাল সোমবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান রেকর্ড রুমে যান। সেখানে তিনি হাতেনাতে আটক করেন দালাল বাচ্চু মিয়াকে (৪৮)। সাথে সাথে ভ্রাম্যমান আদালতে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com